৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস। ২০২০। করোনা সময়। ভিন্ন এক পৃথিবী। কভিড-১৯ এর প্রভাবে সারাবিশ্ব এখন সংকটে। সঙ্গত কারণেই বিশ্বজুড়ে পরিবেশ দিবস উদযাপনেও পরিবর্তন আসতে বাধ্য। ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে থাকতো শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা আয়োজন। কভিড-১৯ অতিমারীর জন্য বেশিরভাগ মানুষ ঘরে/বাড়িতে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে পরিবেশ দিবস ২০২০ উদযাপনের দিকেই মনোনিবেশ বিশ্ববাসীর। গান। প্রাণের অনুসঙ্গ।
দিবসটি উদযাপনের অভিপ্রায়ে আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি গান নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী সৌম্যের কণ্ঠে আসছে প্রকৃতি-পরিবেশ বাঁচানোর আহ্বান, “বাঁচতে দাও পৃথিবীকে”।
গানটির সুর করেছেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ঐশ্বর্য ইমন। লিখেছেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষক মো. জুয়েল মিয়া এবং ভিডিও সম্পাদনা করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থী শাম্স আসিফ। করোনার প্রভাব গানের মধ্যে বর্তমান। মুঠোফোনেই রেকর্ড করা হয়েছে এই গান। বিশ্ব পরিবেশ দিবস ২০২০ উদযাপন ক্ষণে আমাদের এই ছোট্ট প্রয়াস।