ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু

 

বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দেশটির দ্বিতীয় বৃহত্তম জনবহুল দ্বীপ। বন্যা ও ভূমিধসের কারণে পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, ফলে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কর্মকর্তাগণ রোববার জানিয়েছেন, সুমাত্রা দ্বীপে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ৮০ হাজারেরও বেশি মানুষ সরকারের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন এবং ২০ হাজারেরও বেশি মানুষের বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গিয়েছে।