দুর্যোগ কথা ৬: উপকূল সাংবাদিকতা

বাংলাদেশসহ সারাবিশ্বের সাংবাদিকতা এখন এক প্রকার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। উপকূল বা পরিবেশ সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক। কর্পোরেট সাংবাদিকতার এই যুগে ‘বিশেষায়িত’ এ বিট অনেকটাই উপেক্ষিত। যেন কোন দুর্যোগ হানা দিলেই ডাক পড়ে এ বিটের। ফলে ক্ষতিগ্রস্ত জনপদের কথা যেভাবে গণমাধ্যমের উঠে আসার কথা সেভাবে আসছে না। এসব বিষয়ে কথা বলার জন্য দুর্যোগ কথার ষষ্ঠ পর্বে যুক্ত হন বাংলাদেশে উপকূল সাংবাদিকতার পুরোধা রফিকুল ইসলাম মন্টু, এবং রিভারাইন পিপলের মহাসচিব, সাংবাদিক, নদী-গবেষক ও লেখক শেখ রোকন।

দুর্যোগ অনুধাবনের প্রধান সমন্বয়ক কবির হোসেনের সঞ্চালনায় ফেসবুকে লাইভটি অনুষ্ঠিত হয় ২৪ জুলাই ২০২০ শুক্রবার রাত ৮টায়।