যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙা, মেহেরপুর, রাজবাড়ি জেলার পর ঢাকায় এসেছেন বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সরদার।
“আমি মনে করলাম যে, ঢাকা শহরে নীতি নির্ধারকরা বসবাস করে, ঢাকা শহরের গাছগুলো হয়তো ভালো আছে। এই আগ্রহ নিয়ে আমি ঢাকায় রওয়ানা দিই। … … গাছগুলো দেখলাম অন্যান্য বিভাগের মতো একই অবস্থা।”
১৪ জানুয়ারি ২০২১ তারিখ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কথা হয় বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সরদারের সাথে। দেশের বিভিন্ন স্থানে যুবক, শিক্ষার্থী ও আইন-শৃঙ্খলাবাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। তবে ভিন্ন অভিজ্ঞতা পেলেন ঢাকায় এসে। তিনি জানান, ঢাকায় এসে কাজ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন।
“আমাকে অবাক করে দিয়েছে। গাছে পেরেক মারছে তাদেরকে আইন-শৃঙ্খলাবাহিনী প্রতিরোধ না করে, আমি সেগুলো পরিস্কার করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছি।”